৩৯,৪০ তম বি সি এস এর জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন
কাজী নজরুল ইসলাম কতবার ঢাকা বিশ্ববিদ্যালয় আসেন?
উঃ ৫ বার।
✺ রবীন্দ্রনাথ ঠাকুর তার কতটি নাটকে অভিনয় করেছেন?
উঃ ১৩টি।
✺ রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকায় আসেন?
উঃ ২ বার।
✺ আলোর শহর বলা হয় কাকে?
উঃ প্যারিস।
✺ বাইবেল প্রথম কোন ভাষায় লেখা হয়?
উঃ হিব্রু।
✺ বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী?
উঃ ব্রাক অন্বেষা।
✺ নদীয়া এর বর্তমান নাম কী?
উঃ কুষ্টিয়া।
✺ বরিশালের পুরাতন নাম কী?
উঃ চন্দ্রদ্বীপ/বাকলা/ইসমাইলপুর।
✺ অং সান সু চির পদমর্যাদা কী?
উঃ স্ট্রেট কাউন্সিলার।
✺ সবচেয়ে বেশি সংখ্যক লোকের মুখের ভাষা কোনটি?
উঃ মান্দারিন
>> যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পোস্ট। যেকোনো সময় পড়তে শেয়ার করে রাখুন।
No comments:
Post a Comment