Preposition Preposition মনে রাখার কৌশল |
Preposition মনে রাখার কৌশল
আজ সকালে একটা মুরগির ডিম কিনে বাসায় যাচ্ছিলাম। কিসের ডিম মুরগির। এর বোঝালে of. দোকান থেকে from বাসার দিকে to. কিন্তু গতি শেষ বোঝাতে onto. হঠাৎ অনু আপু আর অরিন আপুর সাথে দেখা। সাথে বোঝালে with. আমি তাদের ডিম সিদ্ধ করে খাওয়াব। দুই ভাগ করলাম। একটা বড় আরেকটা ছোট। বড় জায়গার আগে in ছোট জায়গার আগে at. দুইজনের মধ্যে অমিল সৃষ্টি হলো। বিরোধ বোঝালে against. দুইজনের মধ্যে বোঝালে between. হঠাৎ আহাদ ভাই আরিফ ভাই সালমান ভাই ববী আপু এপি আপু কনক ভাই আসল। বলল আমরাও চাই। রাজীব ভাই এসে সবার মাঝে ভাগ করে দিলেন। সবার মাঝে বোঝাতে among. রাজীব ভাই বলল আকাশ ভাই ডিম কার জন্য এনেছিলেন। জন্য for. ডিমের উপর লবণ দেওয়া। উপর বোঝালে on. একটা একটু উপরে মাছি ছিল। স্পর্শ ছাড়া উপরে on top of. একটা তেলাপোকা উপর দিয়ে উড়ে গেল। উপর দিয়ে যাওয়া over. নিচে ছিল একটা প্লেট ছিল। নিচে beneath, beneath. পাশে ছিল চামচ। পাশে beside. খাওয়ার আগে ঝগড়া পরে মাসতী। আগে before পরে once. তারপর আমরা সবাই নৌকা দিয়ে নদী পার হয়ে রাস্তার ধার দিয়ে হাটছিলাম। নদী পার হওয়ার ক্ষেত্রে across, রাস্তার পাশে on. আমরা বনের মধ্যে যাচ্ছিলাম। কোনো কিছুর মধ্যে যাওয়া। through. হঠাৎ অনু আপু অরিন আপুকে বলল, সর্বশেষ কবে ডিম খেয়েছেন? অরিন আপু বলল, আমি সর্বশেষ ডিম খেয়েছিলাম 2017 সালের জানুয়ারি মাসের one তারিখের সকাল eight টায়. বছরের আগে in, মাসের আগে in, দিনের বা তারিখের আগে on, বারের আগে on, সময়ের আগে at. রাজীব ভাই বললেন, ডিম সম্পর্কে আর কিছু বলা যাবে না। সম্পর্কে বোঝালে regarding. আমরা আমরা সন্ধ্যায় সবাই যার যার বাসায় চলে গেলাম। সন্ধ্যার আগে in.
কেমন লাগলো জানাবেন।। আশা করি ভালো লেগেছে। অনেক preposition শেখা হয়ে গেছে. R acceptable preposition কোনো নিয়ম মানে না. তাই সেগুলো বাক্যে প্রয়োগ করে শিখতে হবে...
Share করে রাখুন পরে আবার পড়তে পারবেন.
No comments:
Post a Comment