বিসিএস লিখিত পরীক্ষার বিষয়সমূহ ও নম্বর বরাদ্দ
১. বাংলা= ২০০
ক. পার্ট ১-১০০
খ. পার্ট ২-১০০
২. ইংরেজি=২০০
ক. পার্ট ১-১০০
খ. পার্ট ২-১০০
৩. বাংলাদেশ বিষয়াবলি-২০০
৪. অান্তর্জাতিক বিষয়াবলি-১০০
৫. গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা-১০০
৬. বিজ্ঞান ও প্রযুক্তি-১০০
============== মোট : ৯০০ নম্বর । পাস নম্বর ৫০% অর্থাৎ ৪৫০ পেলে আপনি ভাইভা দিতে পারবেন। অর্থাৎ , মোট ৪৫০ পেলেই হবে । তবে ১০০ নম্বরের পরীক্ষায় ৩০ নম্বরের কম পেলে আপনি সে বিষয়ে কোনো নম্বর পাননি বলে বিবেচিত হবেন বা ৩০ এর নিচের নম্বর গুলো আর যোগ হবে না 😏😏।
ভাইভা= ২০০। ভাইভা পাস ১০০ নম্বর ।
ভাইভা পাস করা সাপেক্ষে ভাইভা + রিটেন নম্বর যোগ করে মেধাক্রম করা হয়। মেধাক্রম ও চয়েস যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে ক্যাডার পাবেন। না পেলে নন ক্যাডার । নন ক্যাডারে ১ম শ্রেণির( গেজেটেড/ নন গেজেটেড ও ২য় শ্রেণির চাকরি দেওয়া হয় । উল্লেখ্য ৫৬% ক্যাডার কোটা ওয়ালাদের জন্য আলাদা করে বাকি পদ গুলো সাধারণ প্রার্থীদের মেধাক্রম অনুসারে প্রদত্ত হয়)
যারা বোথ ক্যাডার চয়েস দিয়েছে তাদের উপরের ৯০০ নম্বরের লিখিত পরীক্ষার সাথে ।
No comments:
Post a Comment