Breaking

আন্তর্জাতিক বিষয়াবলির উপর ২৫ টি গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্ন





আন্তর্জাতিক বিষয়াবলির উপর ২৫ টি গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্ন

বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত প্রথম রোহিঙ্গা নারী?
উত্তর : রুবিয়া খাতুন।
রোহিঙ্গা কারা?
উত্তর: মায়ানমারের রাখাইন রাজ্যের একটি জাতিগোষ্ঠী।
বাংলাদেশে প্রথম রোহিঙ্গা প্রবেশ করে:-
উত্তর :১৯৭৮ সালে।
বর্তমান বিশ্বে সবচেয়ে নির্যাতিত সম্প্রদায়-
উত্তর : রোহিঙ্গা সম্প্রদায়।
রোহিঙ্গাদের জন্মগত অধিকারই অস্বীকার করা হয়--
উত্তর: ১৯৮২ সালের নাগরিকত্ব আইনে
মায়ানমার স্বাধীনতা লাভ করে কত সালে?
উত্তর: ১৯৪৮ সালে ( বৃটেন)।
মায়ানমারের জনক কে?
উত্তর: জেনারেল অং সান।
আরাকান রাজ্যের নাম পরিবর্ত করে রাখাইন রাখা হয় কবে?
উত্তর: ১৯৮৯ সালে।
মায়ানমারের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর: থিন কিয়াও।
মায়ানমারের রাজধানী ও মুদ্রার নাম কী?
উত্তর: রাজধানী- নাইপিদো, মুদ্রা- কিয়াট।
মায়ানমারের আইনসভার নাম কী?
উত্তর: অ্যাসেম্বলি অব দ্য ইউনিয়ন।
স্থানীয় নাম- Pyidaungsu Hluttaw (দ্বি কক্ষ বিশিষ্ট)।
মায়ানমারের প্রাচীন নাম কী?
উত্তর: ব্রহ্মদেশ।
সোনালী প্যাগোডার দেশ-
উত্তর: মায়ানমার।
মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম কী?
উত্তর:BGP (Border Guard Police)
কত সালে অং সান সু চি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন?
উত্তর: ১৯৯১ সালে।
অং সান সু চির রাজনৈতিক দল-
উত্তর: NLD (National League For Democracy)
অং সান সু চির পদমর্যাদা কী?
উত্তর: স্টেট কাউন্সিলর (প্রধানমন্ত্রীর সমমর্যাদার)
এশিয়ার ম্যান্ডেলা নামে পরিচিত-
উত্তর: দালাইলামা।
অং সান সূচি প্রথম গৃহবন্দি হন-
উত্তর: ১৯৮৯ সালে।
কুখ্যাত "ইনসেন" কারাগার কোথায়?
উত্তর: মায়ানমার।
মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
উত্তর: বাংলাদেশ ও মায়ানমার।
মিয়ামার থেকে বাংলাদেশে আগত নদীর সংখ্যা কতটি?
উত্তর: ৩টি- নাফ , সাঙ্গু , মাতামুহুরী।
বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্ত কারী নদী:-
উত্তর : নাফ নদী।
নাফ নদীর দৈর্ঘ্য কত,?
উত্তর : ৫৬ কি.মি।
"গডস আর্মি" কোন দেশের গেরিলা গোষ্ঠী?
উত্তর: মায়ানমার।
২০০০ সালে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংগঠিত যুদ্ধের নাম-
উত্তর : ‘নাফযুদ্ধ"।

No comments:

Post a Comment